About Course
আমরা কোরআন কেনো শিখবো ?
কুরআন শিক্ষা করা ফরজ আর যেহেতু কুরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয় না তাই এ দুটি কারণই সবার জন্য যথেষ্ট হওয়া উচিৎ। সুতরাং কুরআন শিক্ষা করা এবং রাতে, দিনে, ঘরে, বাইরে, ভ্রমণরত অবস্থার বিভিন্ন সময় কুরআন পাঠ করতে থাকা খুবই জরুরী। আর সহীহভাবে অর্থ বুঝে পড়ার জন্য কুরআন শিক্ষা করা এবং প্রতিদিন চর্চারত থাকা দরকার|
আমাদের তালিমুল কুরআন ক্লাসে আমরা যে বিষয় গুলো শিখতে পারবো ।
১. আরবী বর্ণমালা।
২. মাখরাজ / আরবী হরফ উচ্চারণ।
৩. তমীজে হরফ/ হরফে , হরফে উচ্চারণ পার্থক্য।
৪. হরকত এর পরিচয় ও ব্যবহার।
৫. তানভীন এর পরিচয় ও ব্যবহার।
৬. জযম ও তাশদীদের পরিচয় ও ব্যবহার।
৭. আলিফের ব্যবহার।
৮. মুরাক্কাব/ যুক্তাক্ষরের পরিচয়।
৯. কলকলার হরফ শিক্ষা ও মাশক ।
১০. ওয়াজিব গুন্নাহ পরিচয় ও ব্যবহার।
১১. মাদের পরিচয় ও ব্যবহার।
১২. ১০ (দশ) প্রকার মাদের পরিচয় ও ব্যবহার।
১৩. দ. মীরে আনা (সর্বনাম) انا পড়ার নিয়ম ।
১৪. নূন সাকিন , তানবীনের পরিচয় ও তার ব্যবহার।
১৫. মীম সাকিনের পরিচয় ও ব্যবহার।
১৬. আল্লাহ্ ( الله) শব্দের লাম (ل) পড়িবার নিয়ম ।
১৭. ‘র’ ( ر ) হরফ পোড় ও বারিক করে পড়ার নিয়ম।
১৮. নূনে كتين পরিচয় ও ব্যবহার।
১৯. سكتا পরিচয় ও ব্যবহার।
২০. ওয়াকফ (وقف) পরিচয় ও ব্যবহার
Market Place:- No Service
Teacher
Shohelor Rhoman Sayfe